Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***জেলা ক্রীড়া অফিস, কক্সবাজার এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম***


শিরোনাম
জেলা ক্রীড়া অফিস কক্সবাজার
বিস্তারিত

গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকার।

জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়

 

 

ক্রমিক

বিষয়

বিবরণ

অফিসের নাম

জেলা ক্রীড়া অফিস,কক্সবাজার।

মন্ত্রনালয়

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়

পরিদপ্তর

ক্রীড়া পরিদপ্তর ,বাংলাদেশ ঢাকা

অফিসের ঠিকানা

জেলা ক্রীড়া অফিস, কক্সবাজার।

 

জনবল কাঠামো

মোট তিন জন। (১ জন কর্মকর্তা

১ জন অফিস সহকারী

১ জন এম.এল. এস.এস

অফিসের নিজস্ব কার্যক্রম

তৃনমূল পর্যায়ে ক্রীড়া মান উন্নয়নকল্পে

ক) উপজেলা ভিত্তিক ৮টি ক্রীড়া কর্মসূচী বাস্তবায়ন করা হয়। যার মধ্যে ৪টি ক্রীড়া প্রতিযোগিতা ও ৪টি প্রশিক্ষন।

খ) খেলা ধুলার মান উন্নয়নের জন্য জেলার সকল উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়ক্লাব পরিদর্শন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান।

গ) যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং ক্রীড়া পরিদপ্তর হইতে জেলা ক্রীড়া অফিসেরমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া ক্লালাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন এবং আর্থিক অনুদান প্রদান করা।

ঘ) জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১২ ছেলে মেয়েদের অশংগ্রহনে ইউনিয়ন হইতে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলা বাস্তবায়ন করার প্রস্তাব মন্ত্রনালয়ে বিবেচনাধীন আছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অফিসের কার্যক্রমে সহযোগিতা

ক) জেলা প্রশামনের ব্যবস্থাপনায় জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান ।

খ) জাতীয় স্কুল ও মদ্রাসা ক্রীড়া সমিতির একজন কার্যকরী কমিটির সদস্য হিসাবে শিক্ষা অধিদপ্তর, আনঞ্চলিক শিক্ষা অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসকে উপজেলা হইতে জাতীয় পর্যায় পর্যন্ত স্কুল ও মদ্রাসা ক্রীড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান।

গ) জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির একজন সদস্য হিসাবে সংস্থার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া কর্মকান্ডে সার্বিক সহযোগিতা প্রদান।

ঘ) কুমিল্লা শিক্ষা বোর্ডের ক্রীড়া কমিটির একজন সদস্য হিসাবে বোর্ডের বিভিন্ন পর্যায়ের খেলাধুলায় সার্বিক সহযোগিতা প্রদান।

ঙ) জেলা শিশু একাডেমী পরিচালনা কমিটির একজন সদস্য হিসাবে একাডেমির বিভিন্ন ক্রীড়া কর্মকান্ডে সার্বিক সহযোগিতা প্রদান।

চ) মাদক নিয়ন্তক অধিদপ্তর কমিটির একজন সদস্য হিসাবে দপ্তরের সংশ্লিষ্ট কর্মকান্ডে সহযোগিতা প্রদান।

ছ) যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার যুব দিবস সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকান্ডে সার্বিক সহযোগিতা প্রদান করা।

জ) কৃষি,মৎস্য,বন, সমবায় ও সমাজ সেবা অধিদপ্তরের জাতীয় বিভন্ন দিবসের কর্মকান্ডে সার্বিক সহযোগিতা প্রদান।

ঝ) এছাড়াও স্থানীয় সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিসের ক্রীড়া কর্মকান্ডে সার্বিক সহযোগিতা প্রদান।


 https://maps.app.goo.gl/xTeTcKYUE3GCPpFc7


 

জেলা ক্রীড়া অফিসার

জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়

আল হাকিম টাওয়ার(নিচ তলা)

দক্ষিণ পাহাড়তলী রোড(কচ্ছপিয়া পুকুরের নিকটে),

কালুর দোকান, কক্সবাজার সদর, কক্সবাজার।

ফোন: ০২-৩৩৩৩৪৭০৪৫

Web: https://sports.coxsbazar.gov.bd/

Email: coxsbazar@ds.gov.bd

Email:dsocoxbazar@gmail.com


**জেলা ক্রীড়া অফিস, কক্সবাজার এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।